চারবছর পর র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন কোহলি

বিরাট কোহলি ওয়ানডেতে যে হারে রান করছিলেন তার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা অনেকটা অনুমিতই ছিলো। ২০২১ সালের পর ওয়ানডেতে সিংহাসন ফিরে পেয়েছেন ভারতের ব্যাটিং জিনিয়াস।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০১ রান তাড়ায় ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের পরই রোহিত শর্মাকে সরিয়ে শীর্ষে ফিরেছেন কোহলি। রোহিত শীর্ষ থেকে তিনে নেমে গেছেন, দুইয়ে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

৯৩ রানের ইনিংসের দিন কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান করেন তিনি।

৩৭ বছর বয়সী এই ব্যাটার সবশেষ ২০২১ সালের জুলাইয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও শীর্ষে ফিরলেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার এক নম্বর হওয়া কোহলি বিভিন্ন সময়ে ১১ বার শীর্ষে ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮২৫ দিন এক নম্বরে থাকলেন তিনি— যা যেকোনো ভারতীয়র মধ্যে সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে দশম।

এদিকে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল প্রথম ওয়ানডেতে ৭১ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। কোহলির চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে রয়েছেন তিনি। তার সতীর্থ ডেভন কনওয়েও তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে ভারতের বিপক্ষে চার উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা কিউই পেসার কাইল জেমিসন ২৭ ধাপ এগিয়ে আরশদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে ৬৯তম স্থানে উঠে এসেছেন।

অ্যাশেজ সিরিজ শেষে টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬২৯ রান করে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড সাত ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। এছাড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজা আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন।

Related Articles

Latest Posts