নরসিংদীতে যৌথ অভিযানে অস্ত্র-মাদক-নগদ অর্থ উদ্ধার, গ্রেপ্তার ৭

নরসিংদীর শিবপুরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার উপজেলার কারচর ও জাঙ্গাইল এলাকায় ভোররাত ৩টার দিকে ৯ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কারচর গ্রামের মিজান মিয়ার ছেলে ৭০ বছর বয়সী জামাল উদ্দিন খোকা ওরফে গডফাদার খোকা, তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শম্পা (২৪), আলমগীর (৩৭), শামসু নাহার (৫০), আজিজুল মিয়া (৩২) ও ফয়সাল মিয়া (২০)।

অভিযানকালে যৌথ বাহিনী একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৩টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২টি তলোয়ার, ৬ বোতল ফেনসিডিল, ৯ বোতল বিদেশি মদ, ২টি নকল পিস্তল, ২টি রামদা এবং ১টি ল্যাপটপ জব্দ করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

দ্য ডেইলি স্টারকে ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts