রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।
আজ বুধবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল বিকেলে নাহিদের নির্বাচনী এলাকার (ঢাকা-১১) একটি ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।’
এনসিপির নির্বাচন মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এটি একটি সাংগঠনিক অফিস ছিল, নির্বাচনী অফিস নয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই কার্যালয়টি পরিদর্শন করেছি। তবে এ ঘটনার কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলে আমরা আপাতত মনে করছি না।’
মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বাড্ডা থানার ওসি (অপারেশনস) আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

