একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা পাবেন না। সেই অনুযায়ী আমানতের হিসাব পুনর্গণনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
এসব ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত স্থিতি অনুযায়ী আমানত পুনর্গণনা করতে হবে। পাশাপাশি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা ধরা হবে না।
এর আগে আমানতের ওপর ব্যাংক রেটে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যা বর্তমানে ৪ শতাংশ।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদনক্রমে রেজল্যুশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করতেই এই পুনর্গণনা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী আমানতের ওপর ‘হেয়ারকাট’ প্রয়োগ করা হবে এবং পুনর্গণনা শেষ হওয়ার পর আমানতকারীদের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে।
‘আমানতে হেয়ারকাট’ বলতে গুরুতর ব্যাংকিং সংকট বা ঋণ পুনর্গঠনের সময় আমানতের মূল্য আংশিকভাবে কমানোকে বোঝায়।
রেজল্যুশন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য যত দ্রুত সম্ভব পুনর্গণনার প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক রেজল্যুশন স্কিম চালু করে। এতে একীভূত হতে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের অগ্রাধিকারভিত্তিক উত্তোলন এবং অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়।
গত মাসে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে। ব্যাংকটি শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

