দারুণ উত্তেজনা আর নাটকীয়তায় ভরা ম্যাচে দু’দফা লিড হারিয়েও হার এড়াল বাংলাদেশ। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে লাল–সবুজের দল। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
দিনের দ্বিতীয় ম্যাচে জমজমাট এই লড়াইয়ে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন মনির আহমেদ ও অধিনায়ক রাহবার ওয়াহেদ খান। এর আগে একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচও ৩-৩ গোলে ড্র হয়।
ম্যাচের আগে প্রাক-টুর্নামেন্ট ব্রিফিংয়ে বাংলাদেশের ইরানি কোচ সাঈদ খোদারাহমি ভারতকে কিছুটা এগিয়ে রেখেছিলেন। তবে মাঠে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। পাঁচজনের এই ম্যাচে প্রথমার্ধে তুলনামূলকভাবে ভালো খেলেছে লাল-সবুজরা। বিরতির পর ভারত চাপ বাড়ালেও শেষ পর্যন্ত কাউকেই আলাদা করা যায়নি।
হার্ড কোর্টে ছোট বল দিয়ে খেলা ফুটসালে খেলোয়াড়দের ফিটনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই সেই দক্ষতার পরিচয় দিয়েছেন, যা সাত দলের এই আঞ্চলিক টুর্নামেন্টে কঠিন লড়াইয়ের আভাস দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক মানসিকতা স্পষ্ট ছিল। ভারত তখনো পুরোপুরি ছন্দে ফেরেনি। দুই দলের গোলরক্ষক-বাংলাদেশের জাহিদ হাসান রাব্বি ও ভারতের ওজেন ভিভিয়ান সিলভা, শুরুর দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে খেলায় রাখেন। নবম মিনিটে মোনিরের দারুণ গোলে প্রথম লিড নেয় বাংলাদেশ। তবে তিন মিনিট পরই অন্মল অধিকারীর গোলে সমতা ফেরায় ভারত।
১৬তম মিনিটে মোনির ও রাহবারের চমৎকার বোঝাপড়ায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ফাঁকা জালে বল ঠেলে দেন অধিনায়ক রাহবার। কিন্তু চার মিনিট পর লাসাওমপুইয়ার শট বাংলাদেশের মো. তুহিনের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়লে আবার সমতা আসে।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় ভারত। প্রবল চাপের মুখে রোলুয়াহপুইয়ার বুকে ঠেলে দেওয়া গোলে এগিয়ে যায় তারা। তবে ৩১তম মিনিটে মোনির আবারও গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ম্যাচের শেষদিকে নাটকীয়তা আরও বাড়ে। ৩৬তম মিনিটে রোলুয়াহপুইয়ার গোলে ফের লিড নেয় ভারত। কিন্তু এক মিনিটের মধ্যেই ভারতের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে রাহবার গোল করলে ৪–৪ সমতায় শেষ হয় ম্যাচ।

