৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়ক থেকে শাহবাগ মোড় পর্যন্ত একপাশের রাস্তা অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, অবরুদ্ধ সড়কটি এড়িয়ে যানবাহন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ কোথাও পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি।
তবে গত রাতে থানার সামনে সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন বলে জানান ওসি।
বিক্ষুব্ধ এক পরীক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সবাই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়ার মানসিকতা আমাদের নেই। কিন্তু পিএসসিকে যৌক্তিক দাবি মানতেই হবে।’
তার দাবি, সাধারণত লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাস সময় পাওয়া যায়। কিন্তু এবার মাত্র দুই মাস দেওয়া হয়েছে। তাই তারা ‘যৌক্তিক’ সময় পিছিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণের দাবি জানাচ্ছেন।

