আমরাও আশা করিনি খেলা পাঁচ দিনে যাবে: শান্ত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ বৃষ্টি ছাড়াই খেলা হচ্ছে পঞ্চম দিনে, এমন দৃশ্য বিরল। প্রায় আড়াই বছর পর ঘটা এই দৃশ্য আবার দেখা গেল আয়ারল্যান্ডের বিপক্ষে। উইকেট চিরায়ত ঘরানার না হলেও খেলা পঞ্চম দিনে যাবে এমনটা আশা করেননি নাজমুল হোসেন শান্ত।

রোববার পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে গিয়ে ম্যাচ জিততে পারে বাংলাদেশ। আইরিশদের প্রতিরোধ ভেঙে জয় আসে ২১৭ রানে। আয়ারল্যান্ড যদি আগের দিন আরও দুই-উইকেট হাতে রাখতে পারত তাহলে ম্যাচ ড্রয়ের রোমাঞ্চকর দিকেও যাওয়াও অসম্ভব ছিলো না দলটির জন্য।

শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পীড়াদায়ক কিছু হয়নি। হতাশার দীর্ঘ সময় শেষে হাসান মুরাদ নিয়ে আসেন কাঙ্খিত মুহূর্ত। বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ নিশ্চিত করে।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে শেষ দিন শুরু করে দৃঢ়তা দেখাতে থাকেন কার্টিস ক্যাম্পের। প্রথম সেশনে ৩৯ ওভার খেলে ২ উইকেট হারায় তারা। ৫৯.৩ ওভার ব্যাট করে বাড়ায় বাংলাদেশের অপেক্ষা। চতুর্থ ইনিংসে ১১৩.৩ ওভার টিকে থাকার নিবেদন দেখিয়ে মিরপুরের মাঠে বিদেশি দলগুলোর মধ্যে রেকর্ড গড়ে দলটি। চতুর্থ ইনিংসে কোন সফরকারী দলের এটাই সর্বোচ্চ ওভার টিকে থাকার নজির।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসা শান্ত প্রতিক্রিয়ায় জানান টেস্টের সৌন্দর্যই ধরা দিয়েছে আইরিশদের চেষ্টায়, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে।’

মিরপুরের উইকেট সাধারণত হয় টার্নিং। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড দেখেই বানায় ব্যতিক্রমী পিচ। বেশ স্পোর্টিং উইকেটে ব্যাটারদের সহায়তা ছিলো পুরো ম্যাচ জুড়ে। তবে এতেও খেলা পঞ্চম দিনে যাবে এই আশা করেননি শান্ত, ‘ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। আশা করিনি, সত্যি বলতে আমরাও আশা করিনি। বাট পাঁচ দিন গিয়েছে, কষ্ট করে এই ইনিংসে ১০টা উইকেট নেওয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব উপভোগ করেছি এই টেস্ট ম্যাচটি।’

Related Articles

Latest Posts