দুজন কর্মকর্তাকে কাজে ফিরিয়ে আনা নিয়ে শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
সকালে কারখানার মূল ফটকে বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা কোনাবাড়ীর মিতালী ক্লাব থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করেন।
কারখানা কর্তৃপক্ষের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকেরা কিছু ‘অযৌক্তিক’ দাবি তুলে অবৈধভাবে উৎপাদন বন্ধ রেখেছিলেন। এতে কারখানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। শ্রমিকদের বারবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হলেও তারা তা করেননি। এ কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, আজ ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো।
শ্রমিকদের অভিযোগ, কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও প্রশাসনিক কর্মকর্তার অসদাচরণের কারণে তারা তাদের অপসারণের দাবি জানিয়েছিলেন। মালিকপক্ষ ওই কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু গতকাল সোমবার ওই দুই কর্মকর্তা আবার কারখানায় যোগ দেন। এর জেরেই শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যাওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

