আগের দিন বিকেল থেকেই জয়ের অপেক্ষায় বাংলাদেশ। স্বাগতিক দলের সেই অপেক্ষাটা ক্রমেই বাড়তে থাকল। কার্টিস ক্যাম্পার তার সতীর্থদের নিয়ে যে লড়াই চালাচ্ছেন তাতে রেকর্ড বইও হলো উলটপালট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দলগুলোর মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার ব্যাট করার রেকর্ড গড়েছে তারা। রেকর্ড গড়েছেন ক্যাম্পারও।
মিরপুরের মাঠে টেস্টে চতুর্থ ইনিংসে একশো ওভারের বেশি স্থায়ী ইনিংস এর আগে ছিলো একটি। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল রান তাড়ায় ১২৬.২ ওভার ব্যাট করেছিলো বাংলাদেশ। সফরকারী কোন দলের এই মাঠে শেষ ইনিংসে ১০০ ওভার ব্যাট করার নজির নেই। সেটাই করে দেখালো আইরিশরা। এর আগে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ে ৮৩ ওভার ব্যাট করেছিল চতুর্থ ইনিংসে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ ওভার ব্যাট করেছে আয়ারল্যান্ড। ৮ উইকেটে তাদের রান ২৮৯। ৫০৯ রানের লক্ষ্যে আগের দিন লাঞ্চের পর ব্যাট করতে নেমেছিলো তারা। জেতার বাস্তব সম্ভাবনা না থাকায় যতটুকু পারা যায় লড়াই করে ড্রয়ের চেষ্টা চালাচ্ছিলো তারা। সেই পথে চোয়ালবদ্ধ লড়াই দেখাতে পেরেছে দলটি।
তাদের লড়াইয়ে সবচেয়ে বড় নাম ক্যাম্পার। পাঁচে নেমে আড়াইশোর বেশি বল খেলে ফেলেছেন তিনি। মিরপুরের মাঠে কোন ব্যাটারের চতুর্থ ইনিংসে এত বেশি বল খেলার নজির নেই। এর আগে মুশফিকুর রহিম একবার চতুর্থ ইনিংসে ২১২ বল খেলেছিলেন। ক্যাম্পার ইতোমধ্যে খেলে ফেলেছেন ২৫৫ বল, তার রান ৭০।
সকালের প্রলম্বিত প্রথম সেশনে ৩৯ ওভার ব্যাট করে কেবল দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। লাঞ্চের পর আরও দৃঢ় তারা। গাভিন হোয়েকে নিয়ে পঞ্চাশ পেরুনো জুটি হয়ে গেছে। নবম উইকেটে ১৮৩ বল খেলে ফেলেছেন তারা।
ম্যাচ জিততে বাংলাদেশের দরকার কেবল দুই উইকেট। তবে আয়ারল্যান্ড সেই দুই উইকেট বাংলাদেশকে সহজে নিতে দিচ্ছে না।

