ডিবি পরিচয়ে স্বর্ণ লুট: বার্মা সাইফুল ও সহযোগীর ৩ দিনের রিমান্ড

ডিবি পুলিশ পরিচয়ে ৭ কোটি টাকার ৩৫টি স্বর্ণবার লুটের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও বহিস্কৃত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার পাঁচলাইশ থানায় দায়ের হওয়া স্বর্ণ লুটের মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহিদুল ইসলাম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর জোনের পরিদর্শক আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকার গুলশান এলাকা থেকে সাইফুল ও শিহাবকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তে স্বর্ণ লুটের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহকারী সাধারণ সম্পাদক। নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়।

পুলিশ জানায়, সাইফুল বায়েজিদ বোস্তামীর বার্মা কলোনি, আতুরার ডিপো ও পাঁচলাইশ এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, লুট, অস্ত্র মামলা ও হত্যাচেষ্টা সংক্রান্ত অন্তত ২৫টি মামলায় তিনি অভিযুক্ত।

গত ৪ জানুয়ারি ভোরে নগরের পাঁচলাইশ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ৩ কর্মচারীর কাছ থেকে ঢাকার তাঁতিবাজারে পাচারের সময় ৩৫টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় দুটি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত।

ওই স্বর্ণের আনুমানিক মূল্য ছিল ৭ কোটি টাকা।

মামলা দায়েরের পর পুলিশ ঘটনায় জড়িত ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরখাস্ত হওয়া পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।

তাদের কাছ থেকে ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এখনো ৬টি স্বর্ণবার উদ্ধার করতে পারেনি পুলিশ।

২০২১ সালে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বার্মা সাইফুল তার একটি পা হারান। পরে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

তখন সাইফুলের মা ছেলেকে বন্দুকযুদ্ধের নামে হত্যাচেষ্টার অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

Related Articles

Latest Posts