চাঁদপুরে খড়ের গাদা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ফসলি জমির খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, দুপুর পৌনে ১ টার দিকে আল মামুন টিটু নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে আবাদি জমিতে সন্দেহজনক দুটি ব্যাগ পড়ে থাকার কথা বলেন। বড় ঝিনাইয়া গ্রামের দুলাল বেপারীর আবাদি জমিতে বর্গাচাষি মো. মোসলেম মিয়া খড়ের গাদার ভেতরে ব্যাগ দুটি প্রথমে দেখতে পান।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে খড়ের গাদা থেকে ব্যাগ দুটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, তল্লাশিকালে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। অপর একটি শপিং ব্যাগের ভেতরে বিভিন্ন জুয়েলার্সের বক্স ও ছোট ব্যাগে থাকা মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে টাকা ও স্বর্ণালংকার থানায় নিয়ে আসে। 

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই অর্থ ও স্বর্ণালংকার কার, কীভাবে এবং কোন উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Latest Posts