ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজন রিকশাচালক বাবুল হাওলাদার সাগর (৪৫) এবং অন্যজন আদালতে বিচারপ্রার্থী মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)।
আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক বাবুল হাওলাদার সাগরের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মুমূর্ষু অবস্থায় সাগরকে হাসপাতালে আনা হলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, কাজলা টোলপ্লাজার কাছে রিকশাটি নষ্ট হয়ে গেলে বাবুল হাওলাদার সাগর রিকশাটি টেনে নিচ্ছিলেন।
এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালককে চাপা দেয়। চালক কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়।
নিহত বাবুলের স্ত্রী বিউটি আক্তার জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায়। দুই সন্তান নিয়ে তারা যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় বসবাস করতেন। বাবুলের নিজের ব্যাটারিচালিত রিকশা ছিল।
অন্যদিকে, নারায়ণগঞ্জে আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে পণ্যবোঝাই ট্রাকের চাপায় বিচারপ্রার্থী মাদুলী ইসলাম ভূঁইয়া নিহত হন।
তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আদালতের সামনে রাস্তা পার হওয়ার সময় চাষাঢ়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মাদুলির মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, চেক সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য সকালে রূপগঞ্জ থেকে আদালতে এসেছিলেন মাদুলি।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনায়ই আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

