আসন্ন জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-২ ও জামালপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা–দেবহাটা) আসনে আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ রোববার দুপুর ১২টায় মোটরসাইকেল শোডাউন হয়। বিনেরপোতা জিরোপয়েন্ট সংলগ্ন সাতক্ষীরা–খুলনা মহাসড়ক থেকে শুরু হয়ে এটি খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারো পক্ষে নেতাকর্মীরা মাঠে কাজ করবেন না।
তাদের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তথ্য পৌঁছায়নি এবং তাকে বিভ্রান্ত করে ‘অযোগ্য’ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পরিবর্তন না হলে আন্দোলন আরও বেগবান করার ঘোষণাও দেন তারা।
এদিকে জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নারী নেতাকর্মীরা।
আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আমতলী বাজার এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর-২ আসনে বিএনপি সুলতান মাহমুদ বাবুকে মনোনয়ন দিয়েছে। তিনি শারীরিকভাবে দীর্ঘদিন যাবত অসুস্থ। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুর এলাকায় তার উপস্থিতি ছিল খুব কমই।
তারা অভিযোগ করেন, বিএনপি মনোনীত এই প্রার্থী উপজেলা বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি এবং সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে আঁতাত করে চলায় তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি।
তারা সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

