চাইনিজ তাইপের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। এক পর্যায়ে এগিয়েই গিয়েছিল তারা। কিন্তু এরপর ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে দলটি। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরে যায় বাংলাদেশের মেয়েরা। ফাইনালের টিকিট কাটে চাইনিজ তাইপে।

রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নারী কাবাডি বিশ্বকাপ জমে উঠেছিল সন্ধ্যায়। স্বাগতিক বাংলাদেশের সামনে ছিল ফাইনালের টিকিট, কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে শেষ পর্যন্ত ২৫-১৮ পয়েন্টে হার মানতে হলো শক্তিশালী চাইনিজ তাইপের কাছে।

গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা চাইনিজ তাইপে নিজেদের আধিপত্য ধরে রাখে। তবু বাংলাদেশ লড়াই করে নেয় সম্মানজনক ব্যবধান, আর ২০১২ সালের প্রথম আসরের তুলনায় দুই ধাপ উন্নতি করে এবারের বিশ্বকাপ শেষ করল তৃতীয় স্থান নিয়ে।

ম্যাচের শুরুটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক রূপালী আক্তার প্রথম রেইডেই ধরা পড়ে ফেরেন। পরের মুহূর্তে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে ধীরে ধীরে ম্যাচে ছন্দ খুঁজে পায় স্বাগতিক মেয়েরা। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্টে খাতা খোলে বাংলাদেশ, আর অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের নিখুঁত রেইডে ৫-৪ ব্যবধানে এগিয়েও যায় তারা।

কিন্তু অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকা চাইনিজ তাইপে খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ টেনে নেয় নিজেদের দিকে। প্রথমার্ধের শেষ দিকে তারা লিড বাড়িয়ে নেয় ৯-৬ পয়েন্টে। বিরতির ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের চমকপ্রদ সুপার ট্যাকল ব্যবধান কমিয়ে আনে, ৯-৮ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর নতুন উদ্যমে কোর্টে নামে বাংলাদেশ। সফল রেইডে মুহূর্তেই ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় তারা। কিন্তু চাইনিজ তাইপে যেন অপেক্ষাতেই ছিল, দ্রুত সমতায় ফিরে আসে ১০-১০ পয়েন্টে। এরপর ম্যাচের গতি পুরোপুরিই পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে ১৫-১২ পয়েন্টে এগিয়ে যায় তারা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে ফাইনালের টিকিট নিশ্চিত করে চাইনিজ তাইপে।

দিনের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩৩-২১ পয়েন্টে হারিয়েছে ইরানকে। ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপের সেই ঐতিহাসিক জয়ের প্রতিদ্বন্দ্বী ইরান এবারও হার মেনেছে ভারতীয়দের কাছে। সোমবার ফাইনালে তাই মুখোমুখি হবে ভারত বনাম চাইনিজ তাইপে, যেখানে শিরোপা লড়াইয়ের উত্তেজনা তুঙ্গে উঠবে বলেই ধারণা।

উল্লেখ্য, দিনের দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেরিতে স্টেডিয়ামে পৌঁছানোয় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয় প্রায় আধা ঘণ্টা।

Related Articles

Latest Posts