পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করতে গিয়ে বড় ধরনের ভুল করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সাধারণ পরিষদের সভায় দুই ভাইকে সম্মান জানাতে একটি ভিডিও প্রদর্শন করা হয়, যারা গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। কিন্তু সেই ভিডিওতে প্রকৃত আন্দ্রে সিলভার বদলে দেখানো হয় ভিন্ন একজন খেলোয়াড়কে।
বর্তমানে এলচের হয়ে খেলা করা আন্দ্রে দা সিলভা যিনি এক সময় খেলেছেন আরবি লাইপজিগের হয়ে, তাকে দেখানো হয় ভিডিওতে। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। পরে নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ।
বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘এলচে সিএফ ও তাদের খেলোয়াড় আন্দ্রে দা সিলভার কাছে আমরা ক্ষমাপ্রার্থী। ভুলবশত ডিয়োগো জোটার ভাইয়ের পরিবর্তে আমরা তার ছবি অন্তর্ভুক্ত করেছি। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’
সভা শেষে বক্তব্য দেওয়ার সময় ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন।
গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সী আন্দ্রে সিলভা প্রাণ হারান। জোটার পরিবারের এই অপূর্ণ ক্ষত গোটা ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর বহু ক্লাব তাদের প্রতি শ্রদ্ধা জানালেও রিয়াল মাদ্রিদের ভুলটি সবার নজরে এসেছে তীব্রভাবে।
এদিকে ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে রিয়াল মাদ্রিদ রোববার লা লিগায় মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে এলচের মুখোমুখি হবে, যেখানে ভুলবশত প্রদর্শিত সেই আন্দ্রে দা সিলভা মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
তবে লিগে একেবারেই ফর্মে নেই এলচে, টানা পাঁচ ম্যাচ জয়হীন তারা। যদিও ঘরের মাঠে এখনো অপরাজিত (৬ ম্যাচে ৩ জয়, ৩ ড্র) দলটি। অপরদিকে রিয়াল মাদ্রিদও টানা দুইটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন; লিভারপুলের কাছে হারের পর রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

