ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
২৩ আসামির মধ্যে রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন। শেখ হাসিনাসহ বাকি ২২ আসামি পলাতক।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং দুই মেয়ে আজমিনা সিদ্দিক ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে করা আরও তিনটি দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বিচারাধীন রয়েছে।
১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে রাজধানীর পূর্বাচলে নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলা করে দুদক।
দুদকের অভিযোগ, বিদ্যমান বিধি অনুযায়ী অযোগ্য হওয়া সত্ত্বেও হাসিনা রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে নিজের জন্য, জয় ও পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের জন্য ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নেন।
গত ২৫ মার্চ দুদক ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে ছয়টি চার্জশিট জমা দেওয়া হয়। সেখানে সবগুলো মামলায় হাসিনাকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। পরে ৩১ জুলাই মামলাগুলোতে হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ ও আজমিনাসহ মোট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

