পঞ্চম দিনের সকালে নেমে দৃঢ়তা দেখাচ্ছিলো আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পারের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। হঠাৎ ধৈর্যচ্যুতি হলো তার। ম্যাকব্রিনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।
তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। এবার স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।
২৫০ উইকেট পেতে ৫৭ টেস্ট লাগল তাইজুলের। প্রতিটি উইকেটের জন্য তিনি খরচ করেছেন গড়ে ৩০.৯২ রান।
তাইজুলের মাইলফলকের সময় সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান। এই টেস্ট জয় পাওয়া বাংলাদেশের জন্য এখন কেবল সময়ের অপেক্ষা।

