অবশেষে বিয়ে করছেন কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে, ঢাকার অদূরে একটি রিসোর্টে আগামীকাল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ইতোমধ্যে তারা বিয়ের কেনাকাটা ও পোশাক তৈরি কাজ সেরে ফেলেছেন।
দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

