সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

বিজয় দিবসে সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এ খবর জানিয়েছে।

গিনেস বিশ্ব রেকর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১৬ ডিসেম্বর ঢাকায় স্কাইডাইভিং বা প্যারাস্যুটিং করার সময় একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।

৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বিশ্ববাসীর কাছে জাতীয় ঐক্য ও সহযোগিতার শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করতে এই প্যারাস্যুটিং করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাইডাইভাররা অংশ নেন এই আয়োজনে।  

আনুষ্ঠানিকভাবে গিনেস বিশ্ব রেকর্ডে নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, ‘আজ এ দেশের সকলের জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সব মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে অংশ নেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস এম এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন, মো. তৌফিকুর রহমান চাকলাদার।

Related Articles

Latest Posts