রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে

রাঙ্গামাটিতে গ্যাস সংকটে শহরের একমাত্র যাতায়াতের মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

গত রোববার থেকে গ্যাসের এ সংকট দেখা দেয়। পরের দুদিন যা আরও তীব্র হয়ে উঠে। গ্যাস পাম্পগুলোর সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেন চালকরা।

স্থানীয় বাসিন্দা শ্যামল চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে একটা কাজে বের হয়েছি। কিন্তু হ্যাপি মোড়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে কোনোরকমে একটা সিএনজি অটোরিকশা পেয়েছি। সিএনজি অটোরিকশা চলাচল সীমিত হয়ে পড়ায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে।’

সুশীল চাকমা বলেন, ‘কলেজ গেট থেকে বনরুপা যাওয়ার জন্য অপেক্ষা করেও গাড়ি পাইনি। যে সিএনজি অটোরিকশাগুলো চলছে সেগুলো সহজে এক-দুই জন যাত্রী হলে গাড়িতে নিচ্ছে না। গাড়ি না পেয়ে এক বন্ধু বাইকে করে এসে আমাকে নিয়ে গেছে।’ 

সিএনজি অটোরিকশাচালক নাসির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্যাসের জন্য দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না। পাম্পেও গ্যাস নেই। এখন গ্যাস না পেলে আমাদের সিএনজি অটোরিকশা চলানো বন্ধ রাখতে হবে।’ 

আরেক চালক রহমত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত দুই দিন ধরে গ্যাসের জন্য অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না। পাম্প থেকে বলছে গ্যাসের গাড়ি আসবে, কিন্তু কখন আসবে তা জানাচ্ছে না। অপেক্ষা করে থাকতে থাকতে সময় চলে যাচ্ছে। গাড়ি চালাবো কী করে! গাড়ি চালিয়ে আমাদের সংসার চলে। এখন গাড়ি যদি চালাতে না পারি তাহলে সংসার চালাবো কীভাবে!’

রাঙ্গামাটি জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্যাস সংকটের কারণে রাঙ্গামাটি শহরে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। তাই কোনো অবস্থায় যাত্রী সাধারণের কাছ থেকে বেশি ভাড়া না নেওয়ার জন্য সিএনজি অটোরিকশাচালকদের অনুরোধ করা হয়েছে। তবে কোনো চালক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে গাড়ির নম্বরসহ সমিতির কাছে অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে গ্যাস পাম্প মালিক পক্ষের সাথে আলাপ করেছি। আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।’ 

রাঙ্গামাটির জ্বালানি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক সঞ্জয় দাস বলেন, ‘গত দুদিন ধরে পাম্পে জ্বালানি গ্যাস নেই। গতকালও গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আজকেও বন্ধ আছে। আজকেই যে গ্যাস পাওয়া যাবে আমরা এমন কোনো তথ্য সিএনজি অটোরিকশাচালকদের দেইনি। কিন্তু সকাল থেকেই চালকরা গ্যাসের জন্য লাইন ধরে আছেন। তবে আমাদের গ্যাসের গাড়ি রিফিল হচ্ছে, চালান পাওয়া গেলে গাড়ি আসবে। তবে গাড়ি কখন আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

দ্য ডেইলি স্টারকে সঞ্জয় আরও বলেন, ‘আপাতত যেহেতু গ্যাসের চাহিদা বেশি, সে কারণে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাস সরবরাহ করব। কারণ চাহিদা অনুযায়ী কাউকে বেশি দেওয়া হলে অন্যদের দেওয়া সম্ভব হবে না। সে কারণে মালিক এসে সিদ্ধান্ত নেবেন কতটুকু গ্যাস সরবরাহ করা হবে।’ 

মানিকছড়ি আলাদিন এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী আসিফ বলেন, ‘সারা দেশে এই সংকট। গ্যাসের গাড়ি আসছে না। আমাদের পাম্পে পাঁচদিন ধরে গ্যাস নেই। আমরা পাম্প আপাতত বন্ধ রেখেছি। গ্যাসের গাড়ি আসলে পাম্প চালু করা হবে।’ 

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা শুধু রাঙ্গামাটির সমস্যা না, সারা দেশের সমস্যা। এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। তবে স্থানীয়ভাবে জেলা প্রশাসন থেকে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।’

Related Articles

Latest Posts