হোয়াইট হাউসে রোনালদোকে চিনতেই পারেননি ট্রাম্পের সহযোগী

হোয়াইট হাউসের আড়ম্বরপূর্ণ এক ডিনার। বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো সেখানে উপস্থিত। তবুও তাকে চিনলেন না ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী। নামপ্লেট দেখে সামান্য কৌতূহল জাগলেও বুঝতেই পারেননি, তার পাশেই বসে আছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। এমনই বিস্ময়কর অভিজ্ঞতার কথা নিজেই প্রকাশ করলেন ট্রাম্প প্রশাসনের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী প্রতিনিধিদলের অংশ হিসেবে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজকে স্বাগত জানানো হয় ট্রাম্পের আয়োজিত সেই বিশেষ ডিনারে। ২০১৭ সালের একটি যৌন নিপীড়নের অভিযোগের পর এটিই ছিল আমেরিকায় রোনালদোর প্রথম প্রকাশ্য সফর, যা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।

ট্রাম্প প্রশাসনের এই কৃষিমন্ত্রী জানান, হোয়াইট হাউসের সেই ডিনারে রোনালদো ও জর্জিনার সঙ্গে পাশাপাশি বসেছিলেন তিনি, কিন্তু প্রথমে বুঝতেই পারেননি কে এই ‘মিস্টার রোনালদো’।

ইনস্টাগ্রাম পোস্টে রোলিন্স লিখেছেন, “বসে দেখি পাশে নামফলকে লেখা ‘মিস্টার রোনালদো’। ভাবলাম, এটা আবার কে? কিছুক্ষণ পর এক লম্বা, হাসিখুশি মানুষ এসে বসলেন। আমার বাচ্চারা পরে আমাকে শুনিয়েছে, ‘মা, উনার ইনস্টাগ্রামে পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার!’ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা যেন পুরোনো বন্ধু হয়ে গেলাম। আমাদের টেবিলটাই ছিল সবচেয়ে মজার!”

তিনি আরও লিখেছেন, “ক্রিস্তিয়ানো ও জর্জিনাকে ধন্যবাদ। হাসি, আন্তরিকতা ও দেশপ্রেম ভাগ করে নেওয়ার জন্য। তাদের বিনয়, সৌজন্য আর উজ্জ্বল উপস্থিতি পুরো ঘর মাতিয়ে তুলেছিল। নতুন বন্ধু পাওয়ার আনন্দের মতো কিছু নেই!”

পোস্টের শেষে রোলিন্স মজা করে লেখেন, “আমেরিকান ফুটবলই এখনো সেরা, এ দাবি আমি ছাড়ছি না!”

উল্লেখ্য, রোনালদোর বিপক্ষে ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেল কক্ষে ক্যাথরিন মায়োরগা নামক এক নারীকে ধর্ষণ অভিযোগ ওঠে। এর পর থেকে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে কোনো মার্কিন সফরে অংশ নেননি তিনি।

সাম্প্রতিক সময়ে অভিযোগটি আবার আলোচনায় আসে যখন রোনালদোহীন পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে সাসপেনশনের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি রোনালদো এবং সেই কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচও মিস করবেন তিনি।

মার্চে যুক্তরাষ্ট্রে একটি প্রীতি ম্যাচে পর্তুগালের মাঠে নামার কথা রয়েছে, যেখানে রোনালদো থাকার সম্ভাবনা প্রবল।

 

Related Articles

Latest Posts