রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ বুধবার সকাল থেকে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
ফার্মগেট ও সায়েন্স ল্যাবসহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দাবিতে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা গেছে।
সকালে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা নগরীর ব্যস্ততম মোড় ফার্মগেট অবরোধ করেন। তারা তাদের সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি করেন।
গত ১০ ডিসেম্বর কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার চার দিন পর রানা মারা যান। নিহত সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, রানা মাদক সেবনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িত দুই গ্রুপের সদস্যরা ছাত্রদলের নেতাদের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিকে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।
তারা প্রথমে নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবে যান। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই দাবিতে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান করায় এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
এ ছাড়া, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তাঁতীবাজারে সড়ক অবরোধ করেন। এতে পুরান ঢাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক জানান, শিক্ষার্থীরা দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ওই এলাকা ত্যাগ করেন।

