উত্তরা পূর্ব থানা গোল চত্বর থেকে গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা থেকে মো. সাকিব হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সাকিবের সন্ধান পেতে তার ছোট ভাই আল-আমিন উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছে। জিডি নাম্বার- ১২৭৫।
মো. সাকিব হোসেনের বাবা আনারুল প্রামাণিক ও মাতা বেদেনা খাতুন ছেলের সন্ধান না পেয়ে পাগল প্রায়।
জিডি সূত্রে জানা গেছে, সেক্টর-৪, উত্তরা পূর্ব থেকে সে হারিয়ে যায়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা-৫ ফিট ৭ ইঞ্চি, টি-শার্ট ও প্যান্ট পরিহিত ছিল। ছোট ভাই আল-আমিন বলেন, আমরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি।
কেউ মো. সাকিব হোসেনের সন্ধান পেলে ০১৭১৪-৮৯১৬০৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন।